ওয়ার্ড পরিচিতি এবং লোক সংখ্যা

এক নজরে ত্রিশাল পৌরসভার ওয়ার্ড পরিচিতি এবং লোক সংখ্যা

নং ওয়ার্ড: ত্রিশাল মৌজার উত্তর -পূর্ব কোনায় আলহাজ্ব : সামাদ এরবাড়ী (দাগ নং-৪০৮) হতে উত্তরে অন্যান্য দাগসহ পশ্চিম দিকে মরহুম একিন হাজী সাহেবেরবাড়ী হয়ে পূর্ব দক্ষিণ প্রান্তে : সালাম (সিপাই) এর বাড়ী (দাগ নং-১৩৩০) বাদ দিয়েপরের অংশ থেকে পশ্চিম হয়ে দক্ষিণে ত্রিশাল আমরীতলা রাস্তা পর্যন্ত সমগ্র নামত্রিশাল

নং ওয়ার্ড: ত্রিশাল মৌজার ত্রিশাল ধানীখোলার শেষ সীমানায় : সামাদএর বাড়ীর পর থেকে উত্তর পূর্ব সীমান্তে : বারেক : খালেক বাড়ী থেকে সুতিয়া নদীরপশ্চিম পাড় ধরে ত্রিশাল ব্রীজ পর্যন্ত এবং ত্রিশাল পোড়াবাড়ী রাস্তার উত্তর পাশ ধরেদক্ষিণে গো-হাটাকে হাতের বামে রেখে উত্তরে পশ্চিমে ত্রিশাল রাধাকানাই রাস্তারকালভার্ট পর্যন্ত  (আমীর আলীর বাড়ী সংলগ্নকালভার্ট দাগ নং-৬৯৫)

নং ওয়ার্ড: ত্রিশাল মৌজার উত্তর পশ্চিমে প্রান্তে আমীর আলীর বাড়ীহতে (দাগ নং-৬৯৫) পূর্ব দিকে ঈদগাহ মাঠ হয়ে হাজী সামছুদ্দিন নূরুল ইসলাম এর বাড়ীহয়ে গরুহাটাসহ ত্রিশাল পোড়াবাড়ী রাস্তা বরাবর দক্ষিণে দিকে হাতেম আলী মৃধা এর বাড়ীপর্যন্ত (দাগ নং-২৩৯০) দক্ষিণ-পশ্চিম প্রান্তে :সালাম (সিপাই) এর বাড়ী পর্যন্ত(দাগ নং-১৩৩০)

নং ওয়ার্ড: রামপুর মৌজার নজরুল কলেজের সম্মুখস্থল চৌরাস্তা থেকে ত্রিশালপোড়াবাড়ী রাস্তার দক্ষিণ পার্শ্ব ধরে বরাবর ত্রিশাল মৌজার গো-হাটার দক্ষিণ-পূর্বমোড় পর্যন্ত। স্থান থেকে রফাদানী মসজিদকে হাতে ডানে রেখে এবং নুপুর সিনেমা হলকে হাতেরবামে রেখে দরগাহ মসজিদ বরাবর নদী পর্যন্ত। চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ রোডেরপশ্চিম পার্শ্বে ধরে সুতিয়া নদীর ব্রীজ পাড় হয়ে নওধার মৌজার নওধার ত্রিশাল রাস্তারউত্তর পার্শ্বসহ নওধার এর নং দাগ পর্যন্ত (যেখানে হেকিম ডাক্তারের বাড়ী অবস্থিত)

নং ওয়ার্ড: ত্রিশাল মৌজার ত্রিশাল ভাটিপাড়া দক্ষিণ পশ্চিমে কোনেকদম আলীর বাড়ী  থেকে নওধারকে হাতের ডানেরেখে সুতিয়া নদীর পশ্চিম পাড় হয়ে নুপুর সিনেমা হল হাতের ডানে রেখে রাস্তা বরাবর গরুহাটারদক্ষিন পূর্ব মোড় পর্যন্ত।

নং ওয়ার্ড: নওধার মৌজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম দিকে নওধারত্রিশাল রাস্তার উত্তর পার্শ্বসহ বরাবর নং দাগে অবস্থিত নওধার ভাংতি হাকিমডাক্তারের বাড়ী পর্যন্ত এলাকা বাদ দিয়ে সমগ্র নওধার মৌজা।

নং ওয়ার্ড: রামপুর মৌজার বইলর রামপুর সীমান্তে : বারেক এর বাড়ী(দাগ নং-৩৮) থেকে সুতিয়া নদীর পূর্বপাড় ধরে দক্ষিনে ত্রিশাল পোড়াবাড়ী রাস্তারউত্তরপার্শ্ব পর্যন্ত।

নং ওয়ার্ড: রামপুর মৌজার উত্তরে বইলর এর সীমানা ইয়াসিন কবিরাজেরবাড়ী (দাগ নং-৩৯৬) থেকে (খাবলা পাড়ার অংশ মেদার পাড়) ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্বপার্শ্ব ধরে দক্ষিণে চৌরান্তা থেকে ত্রিশাল বালিপাড়া রাস্তার উত্তর পার্শ্ব ধরেআলীম ব্যাপারীর বাড়ী পর্যন্ত এবং আলীম বেপারীর বাড়ী থেকে উত্তর দিকে পৌরসভারসীমানা পর্যন্ত।

নং ওয়ার্ড: রামপুর মৌজার চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্বপার্শ্ব ধরে দক্ষিণে সুতিয়া নদীর উত্তর পাড় পর্যন্ত এবং সুতিয়া নদীর পাড় থেকেপূর্ব দিকে পৌরসভার সীমানা পর্যন্ত। শেষ সীমানা থেকে ত্রিশাল বালিপাড়া রাস্তারদক্ষিণ পার্শ্ব ধরে পূর্ব দিকে পৌরসভার শেষ সীমানা আবুল মনসুর এর বাড়ী (দাগ নং-১২৬২)পর্যন্ত

১৯৯৮ সালে পৌরসভাপ্রতিষ্ঠিত হওয়ার পর ২৬ জানুয়ারী ২০০৬ সালে ত্রিশাল পৌরসভা ‘‘’’ শ্রেনী থেকে ‘‘’’ শ্রেনীতে উন্নিত হয়। পরবর্তীতে ২৩ নভেম্বর ২০১১ খ্রি:তারিখ প্রজ্ঞাপনেরমাধ্যমে ত্রিশাল পৌরসভা ‘‘’’ শ্রেনী থেকে ‘‘’’ শ্রেনীতে উন্নিত হয়। বর্তমানে ত্রিশাল পৌরসভাতেকর্মকর্তা/কর্মচারীদের সংখ্যা ২৩ জন। ত্রিশাল পৌরসভার নিয়মিত বেতন-ভাতাদি পরিশোধআছে। ত্রিশাল পৌরসভার মোট জনসংখ্যা ২৫,৪২৯ জন (২০০১ সনের আদম শুমারী অনুযায়ী) তন্মধ্যেপুরুষ ১৩৩৭২ জন, মহিলা ১২০৫৭ জন। মোট খানার সংখ্যা ৫০৮৫ টি। মুসলিম ৯৪%, হিন্দু৫.১০%, অন্যান্য .৯০% জনসংখ্যা বৃদ্ধির হার .০১% শিক্ষার হার ৫৭.৫০% ২০১১সালের আদম শুমারী অনুযায়ী মোট জনসংখ্যা ৩৫০৩০ জন। তন্মধ্যে পুরুষ ১৮৯২০ জন, মহিলা১৬১১০ জন, খানার সংখ্যা ৬৬৮০ জন, খানার আকার .০৯, জনসংখ্যা ঘনত্ব ২২৬২ জন ওশিক্ষার হার ৬৩২০% পৌরসভার হোল্ডিং সংখ্যা ৪৭৯৭ টি। সরকারী ৪০টি, ৪৭৫৭ টি(বেসরকারী)

Contact Us

  • ত্রিশাল পৌরসভা
  • +৮৮ ০১৬১৫৫৯২৯৫৯
  • mayor@trishalpourashava.org