ওয়ার্ড পরিচিতি এবং লোক সংখ্যা
এক নজরে ত্রিশাল পৌরসভার ওয়ার্ড পরিচিতি এবং লোক সংখ্যা
১ নং ওয়ার্ড: ত্রিশাল মৌজার উত্তর -পূর্ব কোনায় আলহাজ্ব আ: সামাদ এরবাড়ী (দাগ নং-৪০৮) হতে উত্তরে অন্যান্য দাগসহ পশ্চিম দিকে মরহুম একিন হাজী সাহেবেরবাড়ী হয়ে পূর্ব দক্ষিণ প্রান্তে আ: সালাম (সিপাই) এর বাড়ী (দাগ নং-১৩৩০) বাদ দিয়েপরের অংশ থেকে পশ্চিম হয়ে দক্ষিণে ত্রিশাল আমরীতলা রাস্তা পর্যন্ত সমগ্র নামত্রিশাল ।
২ নং ওয়ার্ড: ত্রিশাল মৌজার ত্রিশাল ধানীখোলার শেষ সীমানায় আ: সামাদএর বাড়ীর পর থেকে উত্তর পূর্ব সীমান্তে আ: বারেক ও আ: খালেক বাড়ী থেকে সুতিয়া নদীরপশ্চিম পাড় ধরে ত্রিশাল ব্রীজ পর্যন্ত এবং ত্রিশাল পোড়াবাড়ী রাস্তার উত্তর পাশ ধরেদক্ষিণে গো-হাটাকে হাতের বামে রেখে উত্তরে পশ্চিমে ত্রিশাল রাধাকানাই রাস্তারকালভার্ট পর্যন্ত (আমীর আলীর বাড়ী সংলগ্নকালভার্ট দাগ নং-৬৯৫)
৩ নং ওয়ার্ড: ত্রিশাল মৌজার উত্তর পশ্চিমে প্রান্তে আমীর আলীর বাড়ীহতে (দাগ নং-৬৯৫) পূর্ব দিকে ঈদগাহ মাঠ হয়ে হাজী সামছুদ্দিন ও নূরুল ইসলাম এর বাড়ীহয়ে গরুহাটাসহ ত্রিশাল পোড়াবাড়ী রাস্তা বরাবর দক্ষিণে দিকে হাতেম আলী মৃধা এর বাড়ীপর্যন্ত (দাগ নং-২৩৯০) দক্ষিণ-পশ্চিম প্রান্তে আ:সালাম (সিপাই) এর বাড়ী পর্যন্ত(দাগ নং-১৩৩০)
৪ নং ওয়ার্ড: রামপুর মৌজার নজরুল কলেজের সম্মুখস্থল চৌরাস্তা থেকে ত্রিশালপোড়াবাড়ী রাস্তার দক্ষিণ পার্শ্ব ধরে বরাবর ত্রিশাল মৌজার গো-হাটার দক্ষিণ-পূর্বমোড় পর্যন্ত। ঐ স্থান থেকে রফাদানী মসজিদকে হাতে ডানে রেখে এবং নুপুর সিনেমা হলকে হাতেরবামে রেখে দরগাহ মসজিদ বরাবর নদী পর্যন্ত। চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ রোডেরপশ্চিম পার্শ্বে ধরে সুতিয়া নদীর ব্রীজ পাড় হয়ে নওধার মৌজার নওধার ত্রিশাল রাস্তারউত্তর পার্শ্বসহ নওধার এর ১ নং দাগ পর্যন্ত (যেখানে হেকিম ডাক্তারের বাড়ী অবস্থিত)
৫ নং ওয়ার্ড: ত্রিশাল মৌজার ত্রিশাল ভাটিপাড়া ও দক্ষিণ পশ্চিমে কোনেকদম আলীর বাড়ী থেকে নওধারকে হাতের ডানেরেখে সুতিয়া নদীর পশ্চিম পাড় হয়ে নুপুর সিনেমা হল হাতের ডানে রেখে রাস্তা বরাবর গরুহাটারদক্ষিন পূর্ব মোড় পর্যন্ত।
৬ নং ওয়ার্ড: নওধার মৌজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম দিকে নওধারত্রিশাল রাস্তার উত্তর পার্শ্বসহ বরাবর ১ নং দাগে অবস্থিত নওধার ভাংতি ও হাকিমডাক্তারের বাড়ী পর্যন্ত এলাকা বাদ দিয়ে সমগ্র নওধার মৌজা।
৭ নং ওয়ার্ড: রামপুর মৌজার বইলর রামপুর সীমান্তে আ: বারেক এর বাড়ী(দাগ নং-৩৮) থেকে সুতিয়া নদীর পূর্বপাড় ধরে দক্ষিনে ত্রিশাল পোড়াবাড়ী রাস্তারউত্তরপার্শ্ব পর্যন্ত।
৮ নং ওয়ার্ড: রামপুর মৌজার উত্তরে বইলর এর সীমানা ইয়াসিন কবিরাজেরবাড়ী (দাগ নং-৩৯৬) থেকে (খাবলা পাড়ার অংশ মেদার পাড়) ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্বপার্শ্ব ধরে দক্ষিণে চৌরান্তা থেকে ত্রিশাল বালিপাড়া রাস্তার উত্তর পার্শ্ব ধরেআলীম ব্যাপারীর বাড়ী পর্যন্ত এবং আলীম বেপারীর বাড়ী থেকে উত্তর দিকে পৌরসভারসীমানা পর্যন্ত।
৯ নং ওয়ার্ড: রামপুর মৌজার চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্বপার্শ্ব ধরে দক্ষিণে সুতিয়া নদীর উত্তর পাড় পর্যন্ত এবং সুতিয়া নদীর পাড় থেকেপূর্ব দিকে পৌরসভার সীমানা পর্যন্ত। ঐ শেষ সীমানা থেকে ত্রিশাল বালিপাড়া রাস্তারদক্ষিণ পার্শ্ব ধরে পূর্ব দিকে পৌরসভার শেষ সীমানা আবুল মনসুর এর বাড়ী (দাগ নং-১২৬২)পর্যন্ত।
১৯৯৮ সালে পৌরসভাপ্রতিষ্ঠিত হওয়ার পর ২৬ জানুয়ারী ২০০৬ সালে ত্রিশাল পৌরসভা ‘‘গ’’ শ্রেনী থেকে ‘‘খ’’ শ্রেনীতে উন্নিত হয়। পরবর্তীতে ২৩ নভেম্বর ২০১১ খ্রি:তারিখ প্রজ্ঞাপনেরমাধ্যমে ত্রিশাল পৌরসভা ‘‘খ’’ শ্রেনী থেকে ‘‘ক’’ শ্রেনীতে উন্নিত হয়। বর্তমানে ত্রিশাল পৌরসভাতেকর্মকর্তা/কর্মচারীদের সংখ্যা ২৩ জন। ত্রিশাল পৌরসভার নিয়মিত বেতন-ভাতাদি পরিশোধআছে। ত্রিশাল পৌরসভার মোট জনসংখ্যা ২৫,৪২৯ জন (২০০১ সনের আদম শুমারী অনুযায়ী)। তন্মধ্যেপুরুষ ১৩৩৭২ জন, মহিলা ১২০৫৭ জন। মোট খানার সংখ্যা ৫০৮৫ টি। মুসলিম ৯৪%, হিন্দু৫.১০%, অন্যান্য ০.৯০%। জনসংখ্যা বৃদ্ধির হার ১.০১%। শিক্ষার হার ৫৭.৫০%। ২০১১সালের আদম শুমারী অনুযায়ী মোট জনসংখ্যা ৩৫০৩০ জন। তন্মধ্যে পুরুষ ১৮৯২০ জন, মহিলা১৬১১০ জন, খানার সংখ্যা ৬৬৮০ জন, খানার আকার ৫.০৯, জনসংখ্যা ঘনত্ব ২২৬২ জন ওশিক্ষার হার ৬৩২০%। পৌরসভার হোল্ডিং সংখ্যা ৪৭৯৭ টি। সরকারী ৪০টি, ৪৭৫৭ টি(বেসরকারী)।